নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়াচর গ্রামে সম্পত্তি লিখে না দেওয়ায় রহিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধ পিতাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে তারই দুই ছেলে জহিরুল ও সাইফুল। এ ঘটনায় তাদের দুই বোনও হামলায় অংশ নেয় বলে জানা গেছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির সামনে এ অমানবিক হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পিতা রহিম মিয়ার ওপর সম্পত্তি লিখে দেওয়ার চাপ দিচ্ছিলো তার সন্তানেরা। রহিম মিয়া তা অস্বীকার করায় দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে তারা। আহত বৃদ্ধকে ফেলে রেখে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য হামলাকারীরা সরে দাঁড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বিএনপি নেতা জলিল মিয়া বৃদ্ধ রহিম মিয়াকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনি স্থানীয়দের সহযোগিতায় রহিম মিয়াকে হাসপাতালে নিতে চাইলে তার দুই ছেলে বাধা দেয়। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা জলিল মিয়াকে সন্তানদের বাধা দিতে এবং হসপিটালে না নেওয়ার হুমকি দিতে দেখা গেছে।
পরে স্থানীয়দের প্রচেষ্টায় গুরুতর আহত অবস্থায় রহিম মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিন্দার ঝড় বইছে সর্বস্তরের মানুষের মধ্যে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংগৃহিত প্রতিবেদন
গুমের শিকার ব্যক্তিদের রোমহর্ষক নির্যাতনের বর্ণনা
উত্তরপ্রদেশে আগ্রাসন চলছে: মসজিদ-মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান
মাত্র ১৬ দিনে ভারতে মুসলিমদের বিরুদ্ধে ১৮৪ হামলা: এপিসিআর রিপোর্ট
ধর্মীয় বৈষম্যের প্রশ্নে উত্তাল ভারত: মোদীর বিরুদ্ধে ২৮০ মসজিদ-স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ