ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযানে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে ধর্মীয় কটাক্ষ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্যপ্রদেশ রাজ্য সরকারের আদিবাসী কল্যাণমন্ত্রী বিজয় শাহ। তার বিতর্কিত মন্তব্যকে ঘিরে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজয় শাহ বলেন, "যারা হিন্দুদের হত্যা করেছে এবং আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছে, তাদের জাতেরই এক বোনকে আমরা প্রতিশোধ নিতে পাঠিয়েছি। এই জন্য মোদিজিকে সম্মান জানিয়ে হাততালি দিন।" এ বক্তব্যে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর নেতৃত্বদানকারী কর্নেল সোফিয়া কুরেশিকে ইঙ্গিত করেন বলেই ধারণা করা হচ্ছে।
এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস তার বক্তব্যকে ধর্মান্ধ, অপমানজনক ও সশস্ত্র বাহিনীর মর্যাদার পরিপন্থী বলে আখ্যা দেয়।
তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, "বিজেপির আসল রূপ এটাই— ধর্মান্ধতা, বিদ্বেষ এবং নারী বিদ্বেষ। একজন বীর সেনা কর্মকর্তাকে ধর্মের ভিত্তিতে আক্রমণ করে তারা প্রমাণ করেছে যে সেনাবাহিনীর সম্মানের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। অবিলম্বে বিজয় শাহকে বরখাস্ত করা উচিত এবং কর্নেল সোফিয়া ও সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা চাইতে হবে।"
কংগ্রেস বলেছে, "সোফিয়া কুরেশি শুধু ভারতের গর্ব নন, তিনি ভারতীয় সেনাবাহিনীর সম্মান। তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য শুধু ব্যক্তি নয়, দেশের সেনাবাহিনীকে অপমান করার শামিল। বিজেপি কি এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি পুরস্কৃত করবে?"
বিতর্কের পর মন্ত্রী বিজয় শাহ দাবি করেন, তার বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করা হয়েছে। যদিও ভিডিও ফুটেজে তিনি কর্নেল সোফিয়ার নাম উল্লেখ করেননি, তবে ভাষার নির্যাস থেকে তার বক্তব্যের উদ্দেশ্য স্পষ্ট বলেই রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী দলগুলোর দাবি।
এই ঘটনায় কেন্দ্রীয় ও সামরিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, সেনাবাহিনীকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার ও ধর্মীয় রূপ দেয়ার চেষ্টা দেশবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই