ফরিদপুর শহরের অনাথের মোড়ের গনি ভবনের একটি ফ্ল্যাট থেকে পাঁচ বছর ধরে গৃহবন্দি থাকা ৬৫ বছর বয়সী গৃহকর্মী মরিয়ম বিবিকে উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি টিম রোববার (১৮ মে) সন্ধ্যায় এই উদ্ধার অভিযান চালায়।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, মরিয়ম বিবি ২০০০ সালে শহরের অনাথের মোড় এলাকার সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। কিছুদিন পর তার একমাত্র ছেলে আব্দুল মতিন মাকে আনতে গেলে কাদেরের স্ত্রী লিবা বেগম তাকে বাসায় ঢুকতে দেননি এবং মায়ের সঙ্গে কথা বলতেও বাধা দেন। এরপর একাধিকবার মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মতিনকে হুমকি দেওয়া হয়।
মতিন অভিযোগ করেন, তার মাকে দীর্ঘদিন ধরে একটি কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। লিবার মেয়েরাও এই নির্যাতনে অংশ নিত বলে দাবি করেন তিনি।
সম্প্রতি লিবা বেগম বিদেশে গেলে মতিন আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে পুলিশ অভিযানে গিয়ে মরিয়ম বিবিকে উদ্ধার করে। অভিযানের সময় আব্দুল কাদের ও লিবা বেগম বাসায় উপস্থিত ছিলেন না, তবে তাদের চার মেয়ে বাসায় ছিল।
উদ্ধারের পর কান্নাজড়িত কণ্ঠে মরিয়ম বিবি বলেন, “আমাকে হাত-পা কেটে ফেলবে বলে হুমকি দিত। ছেলের কাছে যেতে চাইলে ভয় দেখাত। কত কষ্ট করেছি, আল্লাহই জানেন।”
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আদালতের নির্দেশে মরিয়ম বিবিকে উদ্ধার করা হয়েছে। সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।
ঘটনার গভীরতা এবং দীর্ঘদিন ধরে একজন বৃদ্ধ নারীকে বন্দি করে নির্যাতনের অভিযোগ সমাজ ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
সূত্র:কালবেলা
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড