ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের একদিন পর জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন ।
এর আগে, গত রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় এনামুল হক (৩৫) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ৩ মে ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করা হয়, যার মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয় ।
আজ সকালে জামিন শুনানির সময় নুসরাত ফারিয়ার আইনজীবীরা আদালতকে জানান, মামলায় উল্লেখিত ঘটনার সময় তিনি দেশে ছিলেন না। এ বিষয়ে তারা আদালতে প্রাসঙ্গিক কাগজপত্র উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন ।
নুসরাত ফারিয়া ২০১৫ সালে 'আশিকী' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন এবং এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তার গ্রেপ্তার ও জামিনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড