 
                
                
                
            
            সারা দেশে নতুন করে আরও ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই রোগীরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়:
একই সময়ে সারা দেশে ৩৩৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১০,৬৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১১,৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সাধারণ নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
 
                        শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
 
                        গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
 
                        চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
 
                        আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা